সাত দফা দাবিতে ফরিদপুরে মূক-বধিরদের স্মারকলিপি প্রদান

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 15, 2025 - 14:39
 0  4
সাত দফা দাবিতে ফরিদপুরে মূক-বধিরদের স্মারকলিপি প্রদান

ফরিদপুরে মূক-বধির ও শ্রবণ প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান এবং মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ফরিদপুর জেলা মূক-বধির সংঘ এবং জাতীয় বধির ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক চত্বরে এই কর্মসূচী পালন করা হয়।

আন্দোলনকারীরা তাদের দাবিগুলো তুলে ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে জেলা প্রশাসকের নিকট সাত দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করা হয়।

অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মূক-বধির সংঘের সভাপতি মাহমুদুর রহমান, বোয়ালমারী শাখার নির্বাহী সদস্য আনিসুর রহমান, জেলা দপ্তর সম্পাদক জুলহাস মিঠুন, বোয়ালমারী শাখার কোষাধ্যক্ষ আনিস খান এবং ফরিদপুর জেলা শাখার সদস্য সঞ্জয়।

বক্তারা জানান, ফরিদপুর জেলায় অসংখ্য শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠী বসবাস করলেও তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে উল্লেখযোগ্য কোনো সহায়তা বা পদক্ষেপ লক্ষ্য করা যায় না। দেশের অন্যান্য জেলার মতো ফরিদপুরের বধির জনগোষ্ঠীও তাদের আর্থ-সামাজিক উন্নয়ন, পুনর্বাসন এবং ন্যায্য মৌলিক অধিকার আদায়ের জন্য এই কর্মসূচী পালন করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow