নওগাঁ আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

"হাত ধোয়ার নায়ক হন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মো. নূরে আলম সিদ্দিক বলেন, "বর্তমানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব অপরিসীম। হাত ধোয়া কেবল একটি সাধারণ অভ্যাস নয়, বরং এটি রোগ প্রতিরোধের অন্যতম কার্যকরী একটি উপায়।" তিনি আরও বলেন, "সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে আমরা ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো মারাত্মক অনেক রোগ থেকে নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রাখতে পারি। আজকের প্রতিপাদ্য অনুযায়ী, আমাদের প্রত্যেকের উচিত হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়া এবং অন্যকেও সচেতন করে 'হাত ধোয়ার নায়ক' হয়ে ওঠা।"
শিশুদের সুস্থ শৈশব নিশ্চিত করতে নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "জনস্বাস্থ্য সুরক্ষায় এই অভ্যাসকে আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজাউদ্দিন, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, পরিসংখ্যান অফিসার মো. সাইফুল এবং প্রশাসনিক কর্মকর্তা মো. মোজ্জেম হোসেনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
What's Your Reaction?






