পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ফরিদপুরে ইসলামী আন্দোলনের মানববন্ধন

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির প্রবর্তনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি হাফেজ মাওলানা শামসুল হক, হাফেজ মিজানুর রহমান, ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মোফাজ্জল হোসেন এবং কুরআন শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক খন্দকার অহিদুজ্জামান।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনে অংশ নিতে আগ্রহী হলেও মাত্র কয়েকটি দল এর বিরোধিতা করছে। তারা জোর দিয়ে বলেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই ব্যবস্থা চালু হলে নির্বাচনে কারচুপির সুযোগ থাকবে না এবং প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন হবে।
বক্তারা আরও বলেন, জুলাই সনদের আইনি কাঠামোর মধ্য দিয়ে নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তারা বলেন, "যেখানে বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে বাংলাদেশে কেন হবে না?"
নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, কিছু সংখ্যক দল পুরোনো পদ্ধতিতে নির্বাচন করে আবারও দেশে ফ্যাসিজম কায়েম করতে চায়, যা হতে দেওয়া হবে না। তারা অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি এবং দেশের চাঁদাবাজ, সন্ত্রাসী ও ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অবিলম্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত পাঁচ দফা দাবি বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।
What's Your Reaction?






