বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে ইন্দুরকানীতে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

"হাত ধোয়ার নায়ক হোন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে ইন্দুরকানী উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে ইন্দুরকানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্দুরকানী উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শিমুল বড়াল।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহবুব, উপজেলার মাধ্যমিক শিক্ষা দপ্তরের পরিদর্শক অশোক রায়,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর কবির মান্নু, ইন্দুরকানি রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
হাত ধোয়া দিবস উপলক্ষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,হাত ধোয়া একটি সাধারণ ব্যাপার হলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি।সঠিক ও নিয়মিতভাবে হাত ধোয়ায় আমাদের জীবনের জন্য সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি মানুষ যদি নিজের এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হয় তাহলে আমরা অনেক রোগ প্রতিরোধ করতে পারবো।
বিশ্ব হাত ধোয়া দিবস শুধুমাত্র একটি প্রতীকি দিন নয়,এটি আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ উদ্দীপনা। তাই আমরা এ ব্যাপারে নিজে সচেতন হব পরিবারকে ও সচেতন রাখবো। তাহলেই আমরা স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করতে পারবো।
What's Your Reaction?






