ইন্দুরকানীতে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা মামলায় দুই আসামি গ্রেপ্তার

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় মুদি ব্যবসায়ী আব্দুল হাই খানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর সহায়তায় ইন্দুরকানী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— রাকিব সেপাই ও জসিম খান।
সোমবার (১৮ আগস্ট) রাতে যশোরের অভয়নগর এলাকায় ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সহায়তায় তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে তাদেরকে ইন্দুরকানী থানায় আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন।
ঘটনার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট পশ্চিম বালিপাড়া ৯ নং ওয়ার্ডের মুদি ব্যবসায়ী আব্দুল হাই খানের দোকান ও স্থানীয় রফিকুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এতে এলাকায় চিহ্নিত চোর ও বখাটে হিসেবে পরিচিত রাকিব সেপাই ও জসিম খানকে সন্দেহ করে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে পরদিন (৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে মোশারেফ হাওলাদারের বাড়ি সংলগ্ন ইন্দুরকানী-মোরেলগঞ্জ সীমান্ত এলাকায় ওই দুই আসামি ব্যবসায়ী আব্দুল হাইকে একা পেয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার একটি পা ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করা হয়।
ওসি মো. মারুফ হোসেন বলেন, “ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার মামলায় পলাতক আসামি রাকিব সেপাই ও জসিম খানকে যশোরের অভয়নগর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।”
What's Your Reaction?






