প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 27, 2025 - 22:51
 0  5
প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ও এক হাত ভেঙে দেওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে শিক্ষক বিপুল মৈত্রের স্ত্রী কবিতা মৈত্র, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান বলেন, “একজন শিক্ষকের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

অন্য বক্তারাও বলেন, শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি হবে। তাই শিক্ষকের ওপর হামলাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় থেকে শহরে ফেরার পথে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা এলাকায় দুর্বৃত্তরা প্রধান শিক্ষক বিপুল মৈত্রের গতিরোধ করে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটায়। এতে তার দুই পা ও ডান হাত ভেঙে যায়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলা হয়েছে এবং ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় দুই পক্ষের বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow