ময়মনসিংহ-৬ আসনে নির্দলীয় প্রার্থী অধ্যাপক মো. জসিম উদ্দিনের মনোনয়নপত্র সংগ্রহ

মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়িয়া প্রতিনিধি, ময়মনসিংহঃ
Dec 18, 2025 - 22:12
 0  10
ময়মনসিংহ-৬ আসনে নির্দলীয় প্রার্থী অধ্যাপক মো. জসিম উদ্দিনের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫১ ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে নির্দলীয় প্রার্থী হিসেবে অধ্যাপক মো. জসিম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ফুলবাড়িয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ‘ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতা’র নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতার উপজেলা সভাপতি জাকির হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মিডিয়া ও সাংস্কৃতিক সম্পাদক রিয়াদুল ইসলাম শাহীন, প্রচার সম্পাদক সোহেল সরকার, ‘ইয়ং পাওয়ার অব ফুলবাড়িয়া’র সভাপতি আশিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় মিডিয়া ও সাংস্কৃতিক সম্পাদক রিয়াদুল ইসলাম শাহীন বলেন, এই মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে এলাকায় একটি নতুন প্রত্যাশার সূচনা হয়েছে। মানবিক মূল্যবোধে বিশ্বাসী অধ্যাপক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ফুলবাড়িয়ার মানুষের স্বপ্ন, অধিকার ও ন্যায্য দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা তফসিল ঘোষণার আগেই এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow