নানা মানবিক আয়োজনে শিকার মঙ্গল মানবকল্যাণ সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘শিকার মঙ্গল মানবকল্যাণ সংগঠন’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শিকার মঙ্গল এলাকায় সংগঠনটির প্রতিষ্ঠাতা, প্রবাসী ফিরোজ মাহমুদ বুলু বেপারীর নিজ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা ও কেক কাটার পাশাপাশি বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন শরীফ বিতরণ, শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং স্থানীয় এতিমখানার শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাদ্যসামগ্রী বিতরণ।
সংগঠনের উপদেষ্টা লোকমান বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশ্রাফুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান এবং কালকিনি সোনালী ব্যাংকের ম্যানেজার আসাদুজ্জামান শেখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আনিস বেপারী ও আবুল খায়ের মোল্লা, প্রধান শিক্ষক সেলিম রেজা, সংগঠনের সভাপতি রিয়াদ বেপারী, সহ-সভাপতি আমিনুল ইসলাম সুমন ও খোকন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন সরদার। এছাড়া শিকার মঙ্গল ইউপি শাখার সভাপতি আবু নাঈম ও কয়ারিয়া ইউপি শাখার সভাপতি বশির উল্লাহসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী রায়হান।
What's Your Reaction?
আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ