জুলাই আন্দোলনে নিহত-আহতদের পাশে থাকবে বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে নিহত ও আহত প্রত্যেকটি পরিবারের পাশে সারাজীবন থাকার এবং তাদের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন।
শনিবার (৩০ আগস্ট) মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপি আয়োজিত 'জুলাই আন্দোলনে' নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, "কেউ বুঝুক আর না বুঝুক, তারেক রহমান স্বজন হারানোর ব্যথা বোঝেন। কারণ তিনি ভাই ও বাবা হারিয়ে এতিম হওয়ার কষ্টটা হাড়ে হাড়ে টের পেয়েছেন।"
বক্তব্যকালে তিনি আরও বলেন, "জুলাই আন্দোলনে শহীদ ও আহতরা বিএনপির কাছে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে মাথার মুকুট হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।" এই কথা বলার সময় আনিসুর রহমান খোকন শহীদদের অভিভাবকদের সামনে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মোঃ আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
What's Your Reaction?






