আ.লীগ নেতা ও রাবি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৩৪

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Jan 15, 2026 - 08:49
 0  5
আ.লীগ নেতা ও রাবি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৩৪

রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চলমান রয়েছে। এই অভিযানের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা। মতিহার থানার অক্ট্রোয় মোড় এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম হানিফ মোহাম্মদ পলাশ (৪২)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা এ কে এম ফজলুল হক হলের সেকশন অফিসার হিসেবে কর্মরত এবং পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, হানিফ মোহাম্মদ পলাশের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ গুরুতর অভিযোগ রয়েছে।

আরএমপি সূত্রে জানা গেছে, বিশেষ এই অভিযানে হানিফ মোহাম্মদ পলাশ ছাড়াও বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জন মাদক মামলার আসামি এবং ১৯ জন অন্যান্য অপরাধে জড়িত।

গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow