বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাতে ছাত্রলীগ নেতা আটক
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ সাজ্জাদ হোসাইন সাঈদ ক্লাসে অংশ নিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাকে দেখে বিক্ষোভে ফেটে পড়েন। সাঈদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আবাসিক হলে সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, হুমকি প্রদান এবং গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকার মতো গুরুতর অভিযোগ রয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সম্প্রতি সাঈদকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য একটি মহল চেষ্টা করছিল। তবে তারা পরিষ্কারভাবে জানিয়ে দেন যে, কোনোভাবেই ছাত্রলীগের অভিযুক্ত নেতাদের ক্যাম্পাসে পুনর্বাসন মেনে নেওয়া হবে না। একইসাথে, এই সকল অভিযুক্তদের মদদদাতাদেরও শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তারা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের চাপের মুখে সাজ্জাদকে আটক করে এবং পরবর্তীতে নগরীর মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
মতিহার থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, শেখ সাজ্জাদ হোসাইন ক্লাস করার জন্য রুয়েটে গেলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে সোপর্দ করে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
What's Your Reaction?
মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহীঃ