রোয়াংছড়িতে পর্যটক গাইড সমিতির নতুন নেতৃত্বে চিংনুমং ও কল্পসেন
বান্দরবানের অন্যতম পর্যটন সমৃদ্ধ উপজেলা রোয়াংছড়িতে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ‘উপজেলা পর্যটক গাইড সমিতি লিঃ’-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে চিংনুমং মারমা এবং সাধারণ সম্পাদক পদে কল্পসেন তঞ্চঙ্গ্যা বিজয়ী হয়েছেন।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে রোয়াংছড়ির কচ্ছপতলীতে স্থাপিত অস্থায়ী ভোটকেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ দিন পর পর্যটক গাইড সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। প্রায় দেড় শতাধিক গাইড সদস্য স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামীর নেতৃত্ব নির্বাচন করেন।
ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এবং সমিতির সাবেক সভাপতি পলাশ তঞ্চঙ্গ্যা। তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গাইডরা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেছেন।
সদ্য নির্বাচিত সভাপতি চিংনুমং মারমা ও সাধারণ সম্পাদক কল্পসেন তঞ্চঙ্গ্যা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। প্রতিক্রিয়ায় তারা বলেন, "এই নির্বাচনের মাধ্যমে গাইডদের পেশাগত মানোন্নয়নের পথ সুগম হলো। আগামীতে দেবতাকুম ও শীলবাঁধা ঝর্ণাসহ রোয়াংছড়ির দুর্গম পর্যটন স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তা ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করব।"
তারা আরও জানান, নতুন কমিটি নিবন্ধিত গাইডদের কাজের সুযোগ বৃদ্ধি, পর্যটকদের সঠিক নির্দেশনা প্রদান এবং স্থানীয় ঐতিহ্যের প্রসারে বিশেষ ভূমিকা রাখবে। তাদের প্রত্যাশা, এই নির্বাচনের মধ্য দিয়ে এলাকার পর্যটন শিল্পে নতুন গতির সঞ্চার হবে।
নির্বাচন চলাকালীন যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
What's Your Reaction?
সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি, বান্দরবানঃ