আগৈলঝাড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
দেশের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়, যা মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ জানাজা হিসেবে গণ্য হয়েছে। ঢাকার সেই মূল জানাজার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আগৈলঝাড়ার পয়সারহাট এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সার্বিক সহযোগিতায় এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এ সময় সরাসরি সম্প্রচারের (লাইভ) মাধ্যমে ঢাকার জানাজার সঙ্গে সংযুক্ত হয়ে স্থানীয় মুসল্লিরা নামাজ আদায় করেন।
এলাকাবাসীর অনুরোধে ও স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে আয়োজিত এই জানাজা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজিউল হাসান খান (বাবু), হান্নান শেখ, রোমান সিকদার এবং মো. ওয়ালিদ।
গভীর শোক ও ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত এই জানাজায় উপস্থিত ছিলেন বাকাল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সরদার, মো. জাকারিয়া খান, বাকাল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতা বাবুল সিকদার, আগৈলঝাড়া উপজেলা যুবদল নেতা মো. রাছেল ও মো. আলী আশরাফ, এবং উপজেলা মৎস্য দলের সদস্য সচিব মো. শাহিন হাওলাদার। এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা জানাজায় অংশ নেন।
নামাজ শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
What's Your Reaction?
মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি