আগৈলঝাড়ায় ৭০০ ইয়াবা ও প্রায় ২ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ৩ জন আটক

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয়দের সহায়তায় পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ী ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার আস্কর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা, ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আস্কর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাদাৎ হোসেন পীযুষের বাড়িতে মাদক কেনাবেচা চলছে বলে জানা যায়। এই খবরের ভিত্তিতে পুলিশ এলাকাবাসীর সহায়তায় সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জনতা পীযুষ ও তার দুই সহযোগী শাওন বক্তিয়ার এবং ফরিদ বক্তিয়ারকে আটক করে।
পরে পীযুষের ঘর তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা এবং তার দুই সহযোগীর কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৭০০ পিস ইয়াবা এবং ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও থানায় নিয়ে আসা হয়।
ওসি আরও জানান, পীযুষ দীর্ঘদিন ধরে সপরিবারে এই মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাকে গ্রেপ্তারের জন্য এর আগেও একাধিকবার অভিযান চালানো হলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়।
এই ঘটনায় আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






