মাগুরা আন্তঃ প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টে শালিখা চ্যাম্পিয়ন

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Sep 14, 2025 - 20:31
Sep 14, 2025 - 20:32
 0  6
মাগুরা আন্তঃ প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টে শালিখা চ্যাম্পিয়ন

মাগুরায় অনুষ্ঠিত আন্তঃ প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে শালিখা প্রেসক্লাব। শনিবার (১৩ সেপ্টেম্বর) মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা স্বাগতিক মাগুরা প্রেসক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মাগুরা প্রেসক্লাবের উদ্যোগে এবং কৃষিবিদ গ্রুপ ও ইম্পেরিয়াল রিয়েল এস্টেট লিমিটেডের সহযোগিতায় এই দিনব্যাপী টুর্নামেন্ট আয়োজিত হয়। জেলার চারটি উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে ক্রীড়াঙ্গনটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, কৃষি বিজ্ঞানী ও মাগুরা প্রেসক্লাবের আজীবন সদস্য ড. আলী আফজাল।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শ্রীপুর প্রেসক্লাবকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে মাগুরা প্রেসক্লাব। দ্বিতীয় সেমিফাইনালে মহম্মদপুর প্রেসক্লাবকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের মঞ্চে জায়গা করে নেয় শালিখা প্রেসক্লাব।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মো. অহিদুল ইসলাম। মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক ড. আলী আফজাল। এছাড়াও বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ক্রীড়া সম্পাদক শাহীন আলম তুহিন এবং শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা প্রেসক্লাবের সভাপতিবৃন্দ।

বক্তারা বলেন, "সাংবাদিকরা কেবল কলমযোদ্ধা নন, খেলার মাঠেও তারা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে পারেন। এমন আয়োজন তরুণ সমাজকে অনুপ্রাণিত করার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে।"

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। অংশগ্রহণকারী চারটি প্রেসক্লাবের প্রতিনিধিদেরও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি, সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন কৃতি সাংবাদিককে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত সাংবাদিকরা হলেন—এনটিভির শফিকুল ইসলাম শফিক, নাগরিক টেলিভিশনের মতিন রহমান, দৈনিক মানবজমিনের শাহীন আলম তুহিন এবং ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেসের লিটন ঘোষ।

সবশেষে, সম্প্রতি প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় মাগুরা প্রেসক্লাবে এক দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, যেখানে প্রায় দুই শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow