পুঠিয়ায় অনুমোদনহীন চিপস ও পানির কারখানাকে জরিমানা

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Sep 14, 2025 - 20:36
 0  3
পুঠিয়ায় অনুমোদনহীন চিপস ও পানির কারখানাকে জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন পরিবেশে চিপস এবং বোতলজাত পানি উৎপাদন করে ভোক্তার স্বাস্থ্যঝুঁকি তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশের নেতৃত্বে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্র ও মধ্য জামিরা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দুটি প্রতিষ্ঠান কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। এর মধ্যে একটি চিপস কারখানা এবং অন্যটি বোতলজাত পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান। ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে দেখতে পান, প্রতিষ্ঠান দুটি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে, কারখানার পরিবেশ উন্নত করা এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনার জন্য তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), পুঠিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, "আমরা দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়ম পেয়েছি। তাদের জরিমানা করার পাশাপাশি সব নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পুঠিয়াবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow