রাজশাহীতে অটো রিকশার সিটের নিচ থেকে এক কেজি গাঁজা উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহীঃ
May 18, 2025 - 10:50
 0  2
রাজশাহীতে অটো রিকশার সিটের নিচ থেকে এক কেজি গাঁজা উদ্ধার

রাজশাহীর মোহনপুর উপজেলায় অটো রিকশার সিটের নিচ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (১৬ মে) র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন তানোর উপজেলার মুন্ডুমালা এলাকার সেলিম (২৩) ও চন্দ্রিমা থানার হাজরা পুকুর এলাকার শুকুর আলী (৩২)।

শনিবার (১৭ মে) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মোহনপুর বাজার এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অটো রিকশায় করে গাঁজা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। এরপরই অভিযান চালিয়ে অটোসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে অটো রিকশার চালকের সিটের নিচ থেকে এক কেজি গাঁজা এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow