পিরোজপুরে জামায়াতের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কবিরাজবাড়ী-পঞ্চগ্রাম বাদামতলী এলাকার দুই কিলোমিটার রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা নিয়ে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে বারবার অভিযোগ জানালেও কোনো সাড়া না মেলায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ নিজেদের উদ্যোগে এই সংস্কারকাজ শুরু করেছেন।
শনিবার (১৭ মে) বিকেলে সরেজমিনে দেখা গেছে, ৩০ থেকে ৪০ জন জামায়াত কর্মী ও স্থানীয় বাসিন্দারা রাস্তায় মাটি কেটে গর্ত ভরাট করছেন। রাস্তার বিভিন্ন স্থানে ইট সরে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে বর্ষাকালে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্বেচ্ছাসেবীরা খোন্তা দিয়ে মাটি কেটে গর্ত ভরাট করছেন এবং ঝুড়িতে করে সেই মাটি রাস্তায় ফেলা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা এবং ঘের ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষার সময় পানি জমে চলাচল আরও দুর্বিষহ হয়ে ওঠে।
জামায়াতের স্বেচ্ছাশ্রমে এই উদ্যোগের প্রশংসা করেছেন নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাসেল শিকদার। তিনি বলেন, ‘এই রাস্তা সংস্কারের জন্য সরকারি বরাদ্দ ছিল। ৫ আগস্টের আগে ঠিকাদার রাস্তা খুঁড়ে কাজ শুরু করলেও পরে পালিয়ে গেছে। তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এখন জামায়াত যে কাজটি করছে, তার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা তাদের ধন্যবাদ জানাই। কারণ, যে কাজটি আমাদের করার কথা ছিল, সেটি তারা করছে।’
সংস্কারকাজে নেতৃত্ব দিচ্ছেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, সরকারি আইনজীবী আ্যডভোকেট আবু সাঈদ মোল্লা, উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, উপজেলা শিবির সভাপতি শেখ আবু হানিফ এবং প্রফেসর প্রদীপ কুমার মন্ডলসহ আরও অনেকে।
স্থানীয়দের প্রত্যাশা, সরকারের পক্ষ থেকে রাস্তাটি দ্রুত পুনরায় সংস্কার করা হবে। ততদিন পর্যন্ত জামায়াতের এ উদ্যোগ এলাকার মানুষের চলাচলের কষ্ট লাঘব করবে।
What's Your Reaction?






