খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে রিকশা প্রতীকে প্রার্থী মাওলানা মাঈনুদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া ৪ আখাউড়া-কসবা আসন থেকে রিকশা প্রতীকে প্রার্থী হিসেবে মাওলানা কাজী মোহাম্মদ মাঈনুদ্দিনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। তিনি আখাউড়া উপজেলা ইমাম পরিষদ ও ইসলামী ঐক্যজোট আখাউড়া শাখার সভাপতি।
শনিবার (১৭ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চে খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক এ ঘোষণা দেন। তিনি এ সময় জেলার অন্যান্য আসনের প্রার্থীদের নামও ঘোষণা করেন।
মামুনুল হক বলেন, ‘আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামী করতে নয়। বাংলার এক ইঞ্চি মাটি ভিনদেশিদের কাছে ব্যবহার করতে দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘২০২৪ সাল আমাদের দ্বিতীয় স্বাধীনতা। ১৯৭২ সালে ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের কবর রচনা করা হয়েছিল। এখন আবার সেই ষড়যন্ত্র চলছে। আমরা এর বিরুদ্ধে রাজপথে লড়াই করব।’
নারী অধিকারের প্রসঙ্গে তিনি বলেন, ‘নারী অধিকার নিয়ে কোনো ব্যবসা চলবে না। যারা এটা করতে চাইবে, রাজপথে তাদের মোকাবিলা করা হবে।’
এ সময় জুলাই গণহত্যা ও শাপলা চত্বর গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন মামুনুল হক।
ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সভাপতি মো. হাফেজ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা বেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আল্লামা আহসানুল্লাহ আমির, কেন্দ্রীয় সচিব মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, আখাউড়া শাখার সভাপতি মাওলানা ফখরুদ্দীন তাজী প্রমুখ।
What's Your Reaction?






