চাঁদপুরে এনসিপি'র পদযাত্রায় মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে শোক ও ক্ষোভ

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই মাসের পূর্বঘোষিত পদযাত্রা ও পথসভা বুধবার (২৩ জুলািই) এক শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীদের স্মরণে শোক প্রকাশ এবং বিচার দাবির মধ্য দিয়ে পুরো কর্মসূচি এক গভীর আবেগঘন ও প্রতিবাদী রূপ নেয়।
পথসভায় বক্তারা বলেন, “তথাকথিত তদন্ত নয় বরং মাইলস্টোন ট্রাজেডির জন্য দায়ী যেই হোক, তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা এই বাংলাদেশে আর কোনো মায়ের বুক খালি হতে দিতে চাই না। আর কোনো শিক্ষার্থী যেন এইভাবে প্রাণ না হারায়।”
বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “জুলাই মাসের গণহত্যার জন্য দায়ী হাসিনা ও আওয়ামী লীগের দৃশ্যমান বিচার এখন সময়ের দাবি। শোক আর ক্ষোভের এই মুহূর্তে, যারা অভ্যুত্থানের দিনগুলোতে একসাথে লড়েছেন, সেই ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ প্রশ্নে কোনো আপোষের জায়গা নেই।”
সমাবেশে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং এখনো যারা হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন, তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। বক্তারা বলেন, “আল্লাহ যেন এই শোক-সন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তৌফিক দেন।”
অনুষ্ঠানে এনসিপির চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ ব্যাপক উপস্থিতি ও সংহতি জানান। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে।
What's Your Reaction?






