ফরিদপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও অর্থ সহায়তা বিতরণ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 23, 2025 - 15:41
 0  1
ফরিদপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও অর্থ সহায়তা বিতরণ

ফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী ও চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান।

অনুষ্ঠানে মোট ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বান্ডিল টিন এবং নগদ অর্থের চেক হস্তান্তর করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসানসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা ত্রাণ ও অর্থ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আরও পরিবারের তালিকা প্রস্তুত রয়েছে এবং পর্যায়ক্রমে সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow