ফরিদপুর মেডিকেল কলেজে শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় ফরিদপুর মেডিকেল কলেজে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা ফরিদপুর মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ জামে মসজিদে এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এতে ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গায়েবানা জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে শরিফ ওসমান হাদীর জীবন, আদর্শ ও কর্মময় সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা তাঁর হত্যার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানাজা শেষে শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি জুমার নামাজের পরও তাঁর আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ