ভারতীয়দের পর্যটক ভিসা প্রদানে কড়াকড়ি বাংলাদেশের, সেবা সীমিত একাধিক মিশনে

আন্তর্জাতিক ডেস্কঃ
Jan 8, 2026 - 21:38
 0  3
ভারতীয়দের পর্যটক ভিসা প্রদানে কড়াকড়ি বাংলাদেশের, সেবা সীমিত একাধিক মিশনে

ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদান কার্যক্রম ‘সীমিত’ করেছে বাংলাদেশ। ভারতের কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলোতে এই সেবা সংকুচিত করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে কলকাতা, মুম্বাই ও চেন্নাই মিশন থেকে ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়ার হার কমিয়ে আনা হয়েছে। এর আগে, দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার সহকারী হাইকমিশন থেকেও ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। ফলে বর্তমানে কেবল গুয়াহাটির সহকারী হাইকমিশন থেকেই ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা পাওয়ার সুযোগ চালু রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ উপদূতাবাস থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, গত বুধবার থেকেই পর্যটক ভিসা প্রদানের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা কার্যকর করা হয়েছে। মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, পর্যটক ভিসা সীমিত করা হলেও বাণিজ্যিক (বিজনেস) ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে সে সময় ভারত তাদের সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়।

পরবর্তীতে ভিসা সেন্টারগুলো পুনরায় চালু হলেও ভারতীয় কর্তৃপক্ষ জানায়, আপাতত কেবল মেডিকেল এবং বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া অন্য কোনো ভিসা ইস্যু করা হবে না। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। এরই প্রেক্ষাপটে এবার বাংলাদেশও ভারতীয়দের জন্য পর্যটক ভিসা সীমিত করার পদক্ষেপ নিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow