শ্রীনগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুর ২ টায় উপজেলায় বাঘড়া ইউনিয়নের ছত্রভোগ গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
বাঘড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মানিকের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, বাঘড়া ইউনিয়নে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে যুবকদের নেশা মুক্ত করতে হবে। আর নেশামুক্ত করলে হলে অবশ্যই সবাইকে নামাযী হতে হবে।" তিনি বিএনপির নেতা-কর্মীদের সাধারণ মানুষের ক্ষতি না করার ওয়াদা করান৷
সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাতবরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কাননসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ