শ্রীনগর বাজারে ভয়াবহ আগুনের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও ডেউটিন বিতরণ

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে গত বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্থ ১৩৬ ব্যবসায়ীর মাঝে নগদ অর্থ ও ডেউটিন বিতরণ করা হয়েছে। বুধবার (২১ মে) বেলা ১১টায় শ্রীনগর বাজারে এই ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় হতে প্রাপ্ত ৫ লক্ষ টাকা নগদ এবং ২৫ বান ডেউটিন, পাশাপাশি শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামের পক্ষ থেকে পাওয়া ২৫ বান ডেউটিনসহ মোট ৫৩ বান ডেউটিন ও নগদ ৫ লক্ষ টাকা সমানভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করেন শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা।
এছাড়াও বিশেষভাবে বেশি ক্ষতিগ্রস্থ ১০ জন ব্যবসায়ীর জন্য শ্রীনগর সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা শাহে আলম ১ লক্ষ টাকা অনুদান প্রদান করবেন বলে জানান শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম টিটু। একইভাবে শ্রীনগর ফাউন্ডেশন থেকেও ১ লক্ষ টাকা অনুদান দেয়া হবে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক তোফাজ্জল হোসেন, সদস্য শামসুল হক, শেখ আমজাদ হোসেন, সাজ্জাদ হক, আবু বক্কর সিদ্দিক অরেঞ্জ, রমজান হোসেন টিটু, আলাউদ্দিন তালুকদার, দেলোয়ার হোসেন দিলু, আঃ আউয়াল, মাইনুল ইসলাম মঈন, বিল্লাল হোসেন, নারী ইউপি সদস্য আছিয়া আক্তার রুমু, ইউপি সদস্য শান্তিরঞ্জন মন্ডলসহ অন্যান্য ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ।
আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীরা এই সহায়তাকে প্রয়োজনীয় ও সময়োপযোগী উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
What's Your Reaction?






