আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় মাছ রপ্তানি বন্ধ, নিষেধাজ্ঞায় স্থবিরতা বাণিজ্যে

মাহমুদুল হাসান, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
May 21, 2025 - 18:43
 0  2
আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় মাছ রপ্তানি বন্ধ, নিষেধাজ্ঞায় স্থবিরতা বাণিজ্যে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় মাছ রপ্তানি সাময়িকভাবে বন্ধ রয়েছে। এক্সপোর্ট পারমিট (ইএক্সপি) জটিলতার কারণে বুধবার (২১ মে) সকাল থেকে এই রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে।

বাংলাদেশ মৎস্য রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, দিল্লির এনিম্যাল কোয়ারেন্টিন কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর দেশের ব্যাংক থেকে ইএক্সপি না পাওয়ায় বুধবার মাছ রপ্তানি বন্ধ রাখতে হয়। তবে সমস্যা সমাধান হয়েছে এবং ইতোমধ্যে প্রয়োজনীয় পারমিট মিলেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বৃহস্পতিবার (২২ মে) থেকে আগের নিয়মে স্বাভাবিকভাবে রপ্তানি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ১ লাখ মার্কিন ডলারের হিমায়িত মাছ ত্রিপুরার আগরতলায় রপ্তানি হয়।

এদিকে ভারত সরকার আকস্মিকভাবে বাংলাদেশ থেকে স্থলপথে ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে।

বন্দরটির সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, “এক্সপোর্ট পারমিট জটিলতায় মাছ রপ্তানি বন্ধ থাকায় আজ সকালে কোনো মাছবাহী গাড়ি বন্দরে আসেনি। তবে সিমেন্ট ও ভোজ্যতেল রপ্তানি কার্যক্রম চলছে।”

বাণিজ্যিক এই অস্থিরতায় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow