দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর বাজারে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক এজেএম শাহাবুদ্দিন সুজন। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এ সভায় রঘুনাথপুর পুর ও আশপাশের এলাকার বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আসন্ন আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের প্রস্তুত থাকার বিষয়ে আলোচনা হয়।
বক্তব্যে এজেএম শাহাবুদ্দিন সুজন বলেন,
“গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। জনগণের অধিকার আদায়ে বিএনপি সব সময় রাজপথে থেকেছে এবং আগামী দিনগুলোতেও রাজপথে থাকবে।”
সভায় নবাবগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী উপস্থিত থেকে সাংগঠনিক নানা বিষয়ে মতবিনিময় করেন। বক্তারা বলেন, তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করতে প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?






