ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে পোস্ট,

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 2, 2025 - 13:33
 0  20
ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে পোস্ট,

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও সাবেক ছাত্রদল নেতা শাকিল মাহমুদ পলাশের ছবি এডিট করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

রবিবার (৩১ আগস্ট) এ বিষয়ে লিখিত আবেদনের পর জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন।

জানা যায়, শাকিল মাহমুদ পলাশ বিএনপির ঐতিহ্যবাহী পরিবার থেকে উঠে আসা একজন তরুণ নেতা। তার চাচা মরহুম আব্দুল লতিফ হাওলাদার দীর্ঘদিন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। পলাশ নিজেও ছাত্রজীবনে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সম্প্রতি বিভিন্ন কর্মীসভা ও শোডাউনে ব্যাপক সাড়া ফেলায় প্রতিপক্ষরা তাকে হেয় প্রতিপন্নের ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন তিনি।

রাজনৈতিক প্রতিপক্ষরা কয়েকদিন আগে আওয়ামী লীগের সাবেক এমপি একেএমএ আউয়াল ও ছাত্রলীগ কর্মীর একটি ছবির সাথে পলাশের ছবি এডিট করে ফেসবুকে ছড়িয়ে দেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে শাকিল মাহমুদ পলাশ বলেন, “ছবিটি সম্পূর্ণ ভুয়া ও এডিট করা। আমি কখনোই আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে ছবি তুলিনি বা বসে আড্ডা দেইনি। রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয় করার উদ্দেশ্যে এমন কাজ করেছে। আমি আইনের আশ্রয় নিয়েছি এবং তদন্তের মাধ্যমে সত্যতা প্রমাণ হবে।”

ওসি মো. মারুফ হোসেন জানান, জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow