শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণের লক্ষ্যে কাউখালীতে অবহিতকরণ সভা

পিরোজপুরের কাউখালী উপজেলায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কাউখালী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও কাউখালী সদর ইউনিয়ন পরিষদ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল মোল্লা।
সভায় ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান, সকল সদস্য এবং গ্রাম পুলিশবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আজম আলী খান, ইউপি সদস্য ঝর্ণা রানী কর, আকবর হোসেন দুলাল, মোহাম্মদ সাঈদ, জাকির হোসেন এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আশুতোষ বড়াল।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সজল মোল্লা বলেন, "পিরোজপুর জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী, কাউখালী উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সদস্য ও গ্রাম পুলিশদের নিয়ে পর্যায়ক্রমে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন বাস্তবায়নের জন্য অবহিতকরণ সভা করা হচ্ছে।" তিনি এই কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করে শতভাগ বাস্তবায়ন করার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
What's Your Reaction?






