মঠবাড়িয়া জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরের মঠবাড়িয়া জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৩ অক্টোবর) সকালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৌর জামায়াতের উদ্যোগে এ ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতের আমীর আব্দুল মালেক মীরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।
পৌর সেক্রেটারি মোঃ আবুল বাশারের সঞ্চালন সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর-৩ (মঠবাড়ীয়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমীর সহকারী অধ্যাপক মোঃ আঃ জলিল শরীফ।
আরো বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, উপজেলা নায়েবে আমীর মাওলানা আফজাল হোসাইন, উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, ছাত্র শিবিরের পৌর সভাপতি রাকিবুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেহেদী হাসান, তৌহিদুল ইসলাম রুমি, ইলিয়াস মৃধা, উপজেলা সাবেক সভাপতি আলী আজগর তালুকদার প্রমুখ।
What's Your Reaction?






