অপরাধ নির্মূলে পুলিশ-জনতার সম্মিলিত প্রচেষ্টা জরুরি: পুলিশ সুপার

'পুলিশই জনতা, জনতাই পুলিশ'—এই মূলমন্ত্রকে ধারণ করে পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় অনুষ্ঠিত হলো 'ওপেন হাউজ ডে'। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর হাট বাজার হাইস্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে ইন্দুরকানী থানা পুলিশ। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চাঁদাবাজি প্রতিরোধের লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, "সমাজে প্রতিদিন নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে, এবং বাংলাদেশ পুলিশ বাহিনী তা নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে শুধু পুলিশের পক্ষে সমাজ থেকে অপরাধ পুরোপুরি দূর করা সম্ভব নয়। অপরাধ নির্মূলে সাধারণ জনগণেরও বড় দায়িত্ব রয়েছে।" তিনি আরও বলেন, "এলাকার মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ইভটিজিংকারীদের সম্পর্কে স্থানীয় বাসিন্দারাই সবচেয়ে ভালো জানেন। তাই অপরাধ নির্মূলে জনগণকে পুলিশের সঙ্গে একযোগে কাজ করতে হবে। প্রয়োজনে তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।" পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় যেকোনো অপরাধ দমন করা সম্ভব বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। তিনি বলেন, "বর্তমান সমাজের অন্যতম প্রধান অপরাধ মাদক। মাদকের করাল গ্রাসে যুবসমাজ আজ ধ্বংসের পথে। মাদকের টাকা জোগাড় করতে গিয়েই యువসমাজ চাঁদাবাজির মতো অপরাধে জড়াচ্ছে। মাদকাসক্তির ফলে মানুষের স্বাভাবিক বিচারবুদ্ধি লোপ পায়, যা ইভটিজিং, ধর্ষণ, মারামারি ও খুনের মতো মারাত্মক অপরাধের জন্ম দেয়।" তিনি আরও বলেন, "সন্তানেরা যেন সঙ্গ দোষে বিপথগামী না হয়, সেদিকে অভিভাবকদের সচেতন থাকতে হবে। জনসাধারণের সক্রিয় সহযোগিতায় পুলিশের পক্ষে সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করা সহজ হবে।" বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
ইন্দুরকানী থানার এস.আই (নিরস্ত্র) পলাশ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, উপজেলা বিএনপি'র সভাপতি মো. ফরিদ আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মস্তান হাফিজ, ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান মঞ্জু, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দুলাল ফকির এবং ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আকন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
What's Your Reaction?






