মুন্সীগঞ্জের শ্রীনগরে লীজের জমিতে বহুতল ভবন নির্মাণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি নিয়ম লঙ্ঘন করে একসনা লীজ নেওয়া জমিতে বহুতল ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুনবাজার বাঁশতলা এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি ক্ষমতার দাপটে এই অবৈধ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন কর্তৃক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নির্মাণকাজ বন্ধ হয়নি, যা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।
সরেজমিনে উত্তর বালাশুর নতুনবাজার বাঁশতলা থেকে জগন্নাথপট্টিগামী রাস্তার পাশে দেখা যায়, সৌদি প্রবাসী নাসির গাছি নামে এক ব্যক্তি লীজ নেওয়া একাধিক জমিতে বেস ঢালাই ও আরসিসি পিলার স্থাপন করে একতলা ভবন নির্মাণ করে বসবাস করছেন। শুধু তাই নয়, তিনি তার লীজকৃত অন্যান্য জমি ভাড়া দিয়েছেন এবং নতুন বাজারের দক্ষিণ পাশে বিল্লাল মিয়ার কাছ থেকে কেনা ৩ শতাংশ লীজি সম্পত্তিতে অন্যদের বসবাসের সুযোগ করে দিয়েছেন।
এই ilegal কর্মকাণ্ডে নাসির গাছি একা নন। তার ভাই মিজান গাছি এবং একই এলাকার ছালাম মাস্টার, দাদন ফকির, আলতাফ মোল্লা ও আরেক সৌদি প্রবাসী ইলিয়াস ফকিরও একসনা লীজকৃত জমিতে বহুতল ভবন নির্মাণ করছেন।
সরকারি বিধিমালা অনুযায়ী, একসনা বা অস্থায়ী লীজের জমিতে কোনো প্রকার স্থায়ী বা পাকা স্থাপনা নির্মাণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের অর্থায়নে পাকা ভবন তৈরি করে চলেছেন। স্থানীয়দের অভিযোগ, কোনো এক অদৃশ্য শক্তির ছত্রছায়ায় এই ব্যক্তিরা আইন ভাঙার সাহস পাচ্ছেন। এ ধরনের অবৈধ নির্মাণ এবং সংশ্লিষ্টদের রহস্যজনক ভূমিকা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীরা জানান, সরকারি নিয়মনীতির এমন সরাসরি লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভবন নির্মাণকারী নাসির গাছির ছেলে জিহাদ গাছি বলেন, "এলাকার অনেকেই তো সরকারি লীজের জমিতে বিল্ডিং করেছে। তাদের দেখাদেখি আমরাও করেছি।" তার এই বক্তব্যে স্পষ্ট হয় যে, আইন অমান্য করার বিষয়টি একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।
এই প্রসঙ্গে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিন উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
What's Your Reaction?






