২২ বছর পর মাদক মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Sep 21, 2025 - 15:24
 0  11
২২ বছর পর মাদক মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার

রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশ দীর্ঘ ২২ বছর ধরে পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে। মাদক মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ অজিউল্লাকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অজিউল্লাহ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার লালনপুর এলাকার সিদ্দিক উল্লাহর ছেলে। তার সাবেক অস্থায়ী ঠিকানা ছিল রাঙ্গামাটির কাপ্তাইয়ের কলাবাগান পুরান মসজিদের পাশে। ২০০০ সালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় মাদকসহ আটক হয়েছিলেন তিনি। পরবর্তীতে ২০০৯ সালে আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই অজিউল্লাহ আত্মগোপনে চলে যান।

গোপন সংবাদের ভিত্তিতে, কাপ্তাই থানার এএসআই রিপন বড়ুয়া ও এএসআই আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গত ২০ সেপ্টেম্বর (শুক্রবার) নোয়াখালীর বেগমগঞ্জ থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির সহযোগিতায় লালনপুর এলাকায় অভিযান চালিয়ে অজিউল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ বিষয়ে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কায় কিসলু জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow