চন্দ্রঘোনার কুষ্ঠ হাসপাতালে হাতে-কলমে শিখলেন ৯০ চিকিৎসক

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Aug 10, 2025 - 20:23
 0  20
চন্দ্রঘোনার কুষ্ঠ হাসপাতালে হাতে-কলমে শিখলেন ৯০ চিকিৎসক

পাঠ্যবইয়ের তত্ত্বকে বাস্তবে রূপ দিতে এবং চিকিৎসা বিজ্ঞানের সাথে মানবিকতার মেলবন্ধন ঘটাতে এক অনন্য আয়োজন সম্পন্ন হলো রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায়। এখানকার বিখ্যাত কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র ও খ্রিস্টান হাসপাতালে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিলেন চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ৯০ জন চিকিৎসক।

রবিবার (১০ আগস্ট) খ্রিস্টান হাসপাতালের সিসিএইচপি প্রোগ্রামের আওতায় এই 'লেপ্রসি ট্রেনিং প্রোগ্রাম' অনুষ্ঠিত হয়। এতে এমবিবিএস শেষ বর্ষের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা কুষ্ঠ রোগ সম্পর্কে সরাসরি জ্ঞান অর্জনের সুযোগ পান।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা এবং বিজিসি ট্রাস্টের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাসলিমা নেওয়াজ। এরপর মূল প্রশিক্ষক হিসেবে চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. বিলিয়াম সাংমা কুষ্ঠ রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা এবং সামাজিক প্রতিবন্ধকতা নিয়ে একটি বিস্তারিত ও তথ্যবহুল উপস্থাপনা করেন।

তবে এই প্রশিক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল হাতে-কলমে শিক্ষা। শিক্ষার্থীরা চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতাল কেন্দ্র ঘুরে দেখেন, চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের কুশল বিনিময় করেন। এর মাধ্যমে তারা শুধু রোগ সম্পর্কেই নয়, বরং রোগীদের মানসিক অবস্থা এবং চিকিৎসার পুরো প্রক্রিয়া সম্পর্কে এক বাস্তব অভিজ্ঞতা লাভ করেন, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে পাথেয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অরূপ দত্ত, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. জাহিদ হাসান শরীফ এবং বিভিন্ন বিভাগের প্রধানগণ। বক্তারা তাদের বক্তব্যে এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এই উদ্যোগ অব্যাহত রাখার ওপর জোর দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow