মাগুরায় উন্মোচিত হলো শহীদ জিয়া স্মৃতি সংসদের জার্সি

মাগুরার ক্রীড়াঙ্গনে বইছে নতুন হাওয়া। আসন্ন জেলা প্রথম বিভাগ ফুটবল লীগকে সামনে রেখে এবার মাঠ কাঁপাতে প্রস্তুত "শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল দল"। রবিবার (১০ আগস্ট) মাগুরা জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দলটির জার্সি উন্মোচন ও খেলোয়াড়দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর এই অনুষ্ঠানে দলের প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ এবং প্রধান পৃষ্ঠপোষক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান যৌথভাবে দলের জার্সি উন্মোচন করেন। এরপর তারা খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন এবং আগামী লীগে সেরা নৈপুণ্য প্রদর্শনের জন্য শুভকামনা জানান।
শহীদ জিয়া স্মৃতি সংসদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মিরাজের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের প্রধান উপদেষ্টা আলী আহম্মেদ, প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন এবং শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি রুবাইয়াত হোসেন খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা খান হাসান ইমাম সুজা এবং মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, মাগুরা জেলা প্রথম বিভাগ ফুটবল লীগে এ বছর শহীদ জিয়া স্মৃতি সংসদসহ মোট ১৭টি দল অংশগ্রহণ করছে, যা এবারের লীগকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে আশা করা হচ্ছে। এই আয়োজনের মধ্য দিয়ে দলটি লীগে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।
What's Your Reaction?






