মাগুরার বেরইল-পলিতা আলহাজ কাজী আব্দুল ওয়াহেদ বিদ্যালয়ে শিক্ষকসহ পাঁচজনকে বিদায় সংবর্ধনা

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Oct 11, 2025 - 15:46
 0  8
মাগুরার বেরইল-পলিতা আলহাজ কাজী আব্দুল ওয়াহেদ বিদ্যালয়ে শিক্ষকসহ পাঁচজনকে বিদায় সংবর্ধনা

মাগুরা সদরের বেরইল-পলিতা আলহাজ কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীসহ পাঁচজনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বিদায়ী সম্মাননা প্রাপ্তরা হলেন—সিনিয়র শিক্ষক মোঃ রবিউল ইসলাম, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সিনিয়র শিক্ষক প্রসেনজিৎ কুমার দত্ত, অফিস সহকারী কাজী আবুল হাসেম এবং এমএলএসএস খন্দকার শওকত আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর আকরাম আলী। প্রাক্তন শিক্ষার্থী মাহমুদুল হক সজীব ও নিরব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক মোঃ রবিউল ইসলাম, খলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান, সহকারী প্রধান শিক্ষক বিকাশ কুমার, শিক্ষক হাবিবুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী কাজী জয়নুর রহমান উজ্জ্বল, আসাদুজ্জামান নিউটন, মঞ্জু ইসলাম ও ব্যবসায়ী মিহাজুম সুন্নাহ প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তারা তাঁদের শিক্ষা ও মানবিক অবদানের প্রশংসা করেন।

স্মৃতিমুখর এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক আবেগঘন পরিবেশে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow