বিজয়পুরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Oct 11, 2025 - 15:37
 0  4
বিজয়পুরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১০ অক্টোবর) থেকে শনিবার (১১ অক্টোবর) গভীর রাত পর্যন্ত ধারাবাহিকভাবে এ অভিযানগুলো পরিচালিত হয়।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ২৫ বিজিবির অধীনস্থ বিষ্ণপুর বিওপি’র একটি বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০১৩/এমপি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

এর অল্প সময় পর, রাত ১২টা ৪৫ মিনিটে আলীনগর বিওপি’র আরেকটি টহলদল বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় (সীমান্ত পিলার ২০১৫/৩-এস থেকে ১০০ গজ অভ্যন্তরে) অভিযান চালিয়ে আরও ১৬ কেজি গাঁজা উদ্ধার করে।

এর আগে শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ধর্মঘর বিওপি’র টহলদল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকায় (সীমান্ত পিলার ১৯৯৫/৫-এস থেকে ৩০০ গজ অভ্যন্তরে) অভিযান চালিয়ে ১৯৩ পিস ইয়াবা উদ্ধার করে।

অপরদিকে, একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটে আজমপুর বিওপি’র একটি টহলদল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর এলাকায় (সীমান্ত পিলার ২০১৯/৪-এস থেকে ৫০ গজ অভ্যন্তরে) অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা জব্দ করে।

সব মিলিয়ে চারটি পৃথক অভিযানে মোট ১১৪ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৪ লাখ ২৮ হাজার ৯০০ টাকা।

২৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা জোরদার ও মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow