বেগমগঞ্জে ট্রাকচাপায় বাস সুপারভাইজার নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাস সুপারভাইজার নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক মো. আরমান (২৪)–কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-৩, নোয়াখালী। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বেগমগঞ্জ পৌর আধুনিক বাস টার্মিনালের বিপরীতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ড এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সমাজের বিভিন্ন অপরাধের উৎস চিহ্নিতকরণ, অপরাধীদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, ধর্ষণকারী ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে র্যাব-১১।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল চৌমুহনী চৌরাস্তা সংলগ্ন পৌর আধুনিক বাস টার্মিনালের সামনে অভিযান পরিচালনা করে। এসময় ঘাতক ট্রাকচালক মো. আরমান (২৪), পিতা মৃত হাসান, মাতা বিবি কুলসুম, গ্রাম উত্তর নাজিরপুর, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী—কে গ্রেফতার করা হয়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত চিনিবাহী ট্রাকটি (নম্বর: ঢাকা মেট্রো-ট-১৬-০৩২৭) জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে চৌমুহনী পৌর বাস টার্মিনালের সামনে ইকোনো বাস সার্ভিসের (নম্বর: ঢাকা মেট্রো-খ-১৫-৯৫০৫) যাত্রী ওঠানামার সময় বিপরীত দিক থেকে আসা চিনিবাহী ট্রাকটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সুপারভাইজার শরীফ মো. বাকী বিল্লাহ ও কাউন্টার ম্যানেজার মো. বাদশা গুরুতর আহত হন। পরে তাদের নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাকী বিল্লাহকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাদশা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পরপরই র্যাব-১১ এর চৌকস দল অভিযান শুরু করে। ট্রাকচালক আরমান পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা দ্রুত তাকে ঘিরে ফেলে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দুর্ঘটনার বিষয়টি স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আরমান ও জব্দকৃত ট্রাককে আইনগত প্রক্রিয়া শেষে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?






