আশুগঞ্জে রেলসেতুর পিলারে ধাক্কা খেয়ে মেঘনায় তলিয়ে গেল পাথরবাহী বাল্কহেড
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে দ্বিতীয় রেলসেতুর পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ‘এম.ভি রিফাত ইসলাম’ নামের একটি পাথরবাহী বাল্কহেড তলিয়ে গেছে। শনিবার (১৪ জুন) ভোরে আশুগঞ্জ-ভৈরব সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। তবে সময়মতো নাবিক ও সহকারীরা নিরাপদে সরে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনা সম্পর্কে ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান স্থানীয়দের বরাতে জানান, সিলেট থেকে ছেড়ে আসা বাল্কহেডটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে আশুগঞ্জ দ্বিতীয় রেলসেতুর পিলারে ধাক্কা খেয়ে মুহূর্তেই মেঘনার প্রবল স্রোতে বাল্কহেডটি পানির নিচে তলিয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভৈরব নৌ পুলিশ। বর্তমানে বিআইডব্লিউটিএ’র একটি উদ্ধারকারী দল পানির নিচে ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারে অভিযান চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় নদীতে প্রবল স্রোত এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ছিল, যা বাল্কহেডটির নিয়ন্ত্রণ হারানোর কারণ হতে পারে। এ ঘটনায় নৌপথে চলাচলকারী নৌযানগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
What's Your Reaction?
মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ