সাংবাদিকতার উৎকর্ষ সাধন ও সাংগঠনিক অগ্রযাত্রার প্রত্যয়ে প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Sep 24, 2025 - 12:56
 0  4
সাংবাদিকতার উৎকর্ষ সাধন ও সাংগঠনিক অগ্রযাত্রার প্রত্যয়ে প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সভা অনুষ্ঠিত

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দৃঢ় অঙ্গীকার এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার মধ্য দিয়ে মাগুরার মহম্মদপুরে অনুষ্ঠিত হলো প্রেসক্লাব মহম্মদপুরের মাসিক সাধারণ সভা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় ক্লাবের সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। সভায় ক্লাবের ঐতিহ্য, গতিশীলতা, উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা শেষে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। সমাজের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সভার অন্যতম আকর্ষণ ছিল সাংবাদিকদের উৎসাহিত করার একটি নতুন উদ্যোগ। ক্রাইম নিউজসহ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সংবাদ প্রকাশের জন্য বিশেষ পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়, যা উপস্থিত সদস্যদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

সভার শেষ অংশে সদস্যরা তাদের মূল্যবান মতামত প্রদান করেন এবং সর্বসম্মতিক্রমে বিভিন্ন প্রস্তাব অনুমোদন করা হয়। এই সভা প্রেসক্লাব মহম্মদপুরের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow