ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফরিদপুরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ আসিফ ইকবাল, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ ক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
সভায় পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের গৃহীত বিভিন্ন নিরাপত্তা প্রস্তুতি তুলে ধরেন। তিনি জানান, পূজাকে কেন্দ্র করে ফরিদপুর জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সব মন্দিরকে সিসিটিভির আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
পূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। বিশেষ করে, ইভটিজিং এবং কিশোর গ্যাং-এর তৎপরতা রোধে বিশেষ নজরদারি রাখা হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে পূজা উপলক্ষে এক সপ্তাহ মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, ডিজে পার্টি সম্পূর্ণ নিষিদ্ধ করে শুধুমাত্র পূজা-সম্পর্কিত ধর্মীয় সংগীত পরিবেশনের অনুমতি দেওয়া হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেদিকে পুলিশ সতর্ক দৃষ্টি রাখবে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গুরুত্বপূর্ণ মন্দিরগুলোতে সার্বক্ষণিক পুলিশি টহল ও পেট্রোলিং টিমের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।
ফরিদপুরকে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই সম্প্রীতি রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। বিগত বছরগুলোর ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করতে তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সভায় যানজট নিরসনে পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।
What's Your Reaction?






