প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদপুরে জরুরি সেবা নম্বর সাঁটাল প্রথম আলো বন্ধুসভা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 14, 2025 - 22:58
 0  4
প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদপুরে জরুরি সেবা নম্বর সাঁটাল প্রথম আলো বন্ধুসভা

দৈনিক প্রথম আলো পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জরুরি সেবা নম্বর সম্বলিত স্টিকার সাঁটানোর উদ্যোগ নিয়েছে ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা।

১৮ ইঞ্চি বাই ১২ ইঞ্চি আকারের এসব স্টিকারে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), হাইওয়ে পুলিশ, হাসপাতাল, আবহাওয়া অফিস, বিদ্যুৎ অফিসসহ মোট ২৬টি গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জরুরি সেবা নম্বর উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সোয়া তিনটার দিকে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে স্টিকার সাঁটানোর মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর বন্ধুসভার সহসভাপতি মানিক কুণ্ডু, সাধারণ সম্পাদক সুব্রত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক জহির হোসেনসহ অন্যান্য সদস্যরা।

সহসভাপতি মানিক কুণ্ডু বলেন, “জরুরি প্রয়োজনে অনেক সময় নাগরিকরা প্রয়োজনীয় সেবা নম্বর না পাওয়ায় দুর্ভোগে পড়েন। মানুষের সেই দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।” তিনি আরও জানান, ফরিদপুর শহরের পাশাপাশি জেলার নয়টি উপজেলাতেও এ কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow