মহম্মদপুরে মহিলা সমাবেশে বিএনপির পক্ষে ভোট চাওয়ার আহ্বান রবিউল ইসলাম নয়নের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের মুক্তি নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. রবিউল ইসলাম নয়ন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার তেলিপুকুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রবিউল ইসলাম নয়ন বলেন, “তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করতে নারী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলকে সুসংগঠিত করতে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সরকার গঠনের মাধ্যমে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই হবে জনগণের মুক্তির পথ। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।”
সমাবেশে মহম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নারী নেত্রী-কর্মীসহ বিপুলসংখ্যক মহিলা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি ইয়াসমিন নাহার। দীর্ঘ ১৬ বছর পর তেলিপুকুর এলাকায় এমন বৃহৎ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় উপস্থিত নারী নেত্রী ও কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
সমাবেশের শেষে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন উপস্থিত নেত্রী-কর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “পাড়া-মহল্লায় গিয়ে মা-বোনদের দ্বারে দ্বারে ধানেরশীষের পক্ষে ভোট চাইতে হবে, তাহলেই পরিবর্তনের সূচনা ঘটবে।”
What's Your Reaction?






