শালিখায় শতখালী ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Aug 30, 2025 - 15:26
 0  2
শালিখায় শতখালী ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন বিএনপির কর্মীসভা শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে শতখালী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। কর্মীসভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট একলাচুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিচুর রহমান মিল্টন, মাগুরা জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট কুমুদ রঞ্জন রায়, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন, যুবদল নেতা আবুবক্কার প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সি সোহেল রানা, জেলা যুবদলের সহ-সভাপতি কায়জার হোসেন, জেলা যুবদলের সদস্য রিয়াজ মোল্লা, মাজেদুল মোল্লা, সুমন মুন্সি, সাদ আলী বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আখের বিশ্বাস ও সদস্য সচিব বিপ্লব সর্দার।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহাগ মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি সজীব বিশ্বাস, সাধারণ সম্পাদক তিতাস বিশ্বাস, কৃষক দলের সাধারণ সম্পাদক তুহিন মুন্সি, মো. সাবুর আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক ধনেশ্বরগাতী ইউনিয়ন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান মনা ও রেজাউল ইসলাম রেজা ঢালী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow