মাদারীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: আহত অন্তত ২০
মাদারীপুরের ডাসারে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ, আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে ‘যমুনা লাইন পরিবহন’-এর একটি বাস। বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘সাকুরা পরিবহন’-এর অপর একটি বাসকে সাইড দিতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে যমুনা লাইনের বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং অন্তত ২০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। তারা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। বাসটি গাছের সঙ্গে আটকে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। সড়কের পাশে গাছ না থাকলে বাসটি খাদে পড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারত।”
What's Your Reaction?
আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ