পরিবেশ দূষণের দায়ে প্লাস্টিক কারখানায় জরিমানা

পরিবেশ দূষণের অভিযোগে মাদারীপুরের কালকিনিতে একটি প্লাস্টিক কারখানার মালিক মো. সোহেল মৃধা (৩৮)-কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের নেতৃত্বে, থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি পৌর এলাকার ঠেংগামারা গ্রামের বাসিন্দা মো. সোহেল মৃধা দীর্ঘদিন ধরে প্লাস্টিক উৎপাদন করে আসছেন, যা স্থানীয় পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে কারখানার কার্যক্রম পরিদর্শন করে জরিমানা করে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রভাবশালী ব্যক্তি হলেও সোহেল মৃধা পরিবেশের জন্য ক্ষতিকর কাজ চালিয়ে যাচ্ছিলেন। তারা এ ধরনের কারখানা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
জরিমানার বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন, “পরিবেশ দূষণের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
What's Your Reaction?






