আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত এএসআই গ্রেপ্তার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 4, 2025 - 00:50
 0  1
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত এএসআই গ্রেপ্তার

সাভারের বহুল আলোচিত আস-হাবুল ইয়ামিন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটিবিডি) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এএসআই (সশস্ত্র) মোহাম্মদ আলী (৩১) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন পলাতক থাকা এই পুলিশ সদস্যকে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ আগস্ট) ভোর আনুমানিক ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং ০৩(০৯)২৪ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা নং ১৪/২৫–এর গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তদন্তের শুরুর সময় থেকেই তিনি পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

সাভার মডেল থানার এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইন সবার জন্য সমান। অপরাধ করলে যে-ই হোক, আইনের মুখোমুখি হতেই হবে। মোহাম্মদ আলীর মতো একজন পেশাদার পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ দুঃখজনক। আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেব।”

এই গ্রেপ্তারের খবরে সাভার ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আস-হাবুল ইয়ামিনের পরিবার পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছে।

প্রসঙ্গত, আস-হাবুল ইয়ামিন হত্যা মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন এবং স্থানীয়ভাবে ব্যাপক আলোচিত। পুলিশের একজন সদস্যের সম্পৃক্ততা ন্যায়বিচার প্রতিষ্ঠা নিয়ে জনমনে গুরুতর প্রশ্ন তুলেছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow