রাজশাহীতে দুই মাথাওয়ালা শিশুর জন্ম

রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে জন্ম নিল দুই মাথাওয়ালা এক অদ্ভুত শিশু। শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে সুমাইয়া নামে এক প্রসূতি সন্তানটি জন্ম দেন। পরে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
প্রসূতি সুমাইয়া রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকার মুদি ব্যবসায়ী গোলাম আযমের স্ত্রী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মা ও সন্তান দুজনই বর্তমানে সুস্থ রয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস জানান, শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রয়েছে।
এদিকে খবর ছড়িয়ে পড়তেই শিশুটিকে এক নজর দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন অনেকে।
What's Your Reaction?






