রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ ও আলোচনা সভা

নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গোনা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সমাবেশ হয়।
গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ মো. এছাহক আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শুরুতে অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ মো. এছাহক আলীর ৬০তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সমাবেশে বক্তারা বলেন, আগামী দিনে আওয়ামী লীগ নামক ‘ফ্যাসিস্ট’ দলের কেউ যেন বাংলার মাটিতে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য বিএনপির প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আগামীর বাংলাদেশের দেশনায়ক তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান তারা।
What's Your Reaction?






