নওগাঁর ‘নাক ফজলি আম’ পেল জিআই পণ্যের স্বীকৃতি

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁ
May 6, 2025 - 16:27
 0  7
নওগাঁর ‘নাক ফজলি আম’ পেল জিআই পণ্যের স্বীকৃতি

বরিশালের আমড়া ও দিনাজপুরের বেদানা লিচুর পর এবার নওগাঁর বদলগাছী উপজেলার বিখ্যাত ‘নাক ফজলি আম’ ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের স্বীকৃতি পেয়েছে। এতে দেশি ও আন্তর্জাতিক বাজারে এই আমের পরিচিতি ও চাহিদা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৬ মে) এ তথ্য নিশ্চিত করেন বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান। তিনি জানান, বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, বদলগাছীর ‘নাক ফজলি আম’ চাষি সমবায় সমিতির সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেনের হাতে জিআই পণ্যের সনদ হস্তান্তর করেন।

কৃষি কর্মকর্তা সাবাব ফারহান আরও জানান, ‘নাক ফজলি আম’ দীর্ঘদিন ধরেই স্বাদ, গন্ধ ও মানের জন্য পরিচিত। এটি শুধু একটি সুস্বাদু ফলই নয়, বরং বদলগাছীর কৃষিভিত্তিক অর্থনীতির অন্যতম অংশ। এর পুষ্টিগুণ, স্বাদ ও ঐতিহ্যবাহী পরিচিতি দেশজুড়ে জনপ্রিয় করে তুলেছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বদলগাছীর নাক ফজলি আমকে জিআই স্বীকৃতির জন্য পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে আবেদন করা হয়। পরবর্তীতে ‘নওগাঁ জার্নাল নং ৫৬’ এ প্রকাশের দুই মাসের মধ্যে কোনো বিরোধিতার নোটিশ না আসায়, এটি আনুষ্ঠানিকভাবে ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি লাভ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow